বন্ধুর মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জে ঘুরতে গিয়ে তরুণের মৃত্যু
ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা এক তরুণ বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নারায়ণগঞ্জে দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মুরাদ মৃধা (২২) রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
পুলিশ ও পরিবার জানিয়েছে, সোমবার সকালে এক বন্ধুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে নারায়ণগঞ্জে যান সাদিক। বিকেল সোয়া পাঁচটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি গ্রামের সামনে তাঁর মোটরসাইকেলে বাস ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
সাদিকের বাবা মনির মৃধা বলেন, ‘সাদিক সকালে বাসা থেকে বের হওয়ার সময় বিকেলে ফিরবে বলে জানিয়েছিল। পরে সংবাদ পেলাম, সে দুর্ঘটনার শিকার হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।’ তিনি জানান, ছেলের একটি মোটরসাইকেল ছিল। কিছুদিন আগে তিনি বিক্রি করেন। সাদিক শিক্ষার্থী ভিসায় জাপান যাওয়ার চেষ্টা করছিলেন জানিয়ে মনির বলেন, ‘সে স্বপ্ন শেষ হয়ে গেল।’
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সাদিকের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এক ভাই ও এক বোনের মধ্যে মুরাদ ছিলেন বড়। তাঁর বাবা মনির মৃধা মোহাম্মদপুর কৃষি মার্কেটে কাজ করেন। বাড়ি পটুয়াখালী সদর উপজেলার গাবুয়া গ্রামে।