অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যাফে সাও পাওলো লিমিটেড প্রেজেন্টস ৫ম অস্টডিসি ন্যাশনালস ২০২৩’
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ ও ১২ আগস্ট অস্ট ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের অন্যতম বড় বিতর্ক উৎসবের একটি ‘ক্যাফে সাও পাওলো লিমিটেড প্রেজেন্টস ৫ম অস্টডিসি ন্যাশনালস ২০২৩’ ।
২০টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিতর্ক উৎসবটি আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী। আগামীকাল শুক্রবার সকাল ৮টায় ট্যাব রাউন্ডের মাধ্যমে শুরু হয়ে চলবে সন্ধ্যায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। আগামী শনিবারে সেমিফাইনাল, ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
দেশসেরা দেড় শতাধিক বিতার্কিকের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই বিতর্ক উৎসবে বিচারকাজে থাকবেন শতাধিক বিচারক। যুক্তির বাণে সমাজের প্রথাগত অনিয়মের বেড়াজাল ভেঙে কিংবা অধিকারের প্রশ্নে আওয়াজ তোলার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তর্কচর্চা সর্বত্র ছড়িয়ে দেওয়াই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ছাড়া দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার্কিকদের দলগত ও ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের একটি অসাধারণ ক্ষেত্র হতে যাচ্ছে এটি।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কিশোর আলোর প্রধান সম্পাদক আনিসুল হক।
এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো, সহযোগিতায় স্বপ্ন নিয়ে ও ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। বিস্তারিত জানতে ফোন করুন ০১৭৫৪৪৬৬১০০ অথবা ক্লিক করুন।