বাসার মালিকের গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যুতে মামলা

লাশপ্রতীকী ছবি

রাজধানীর পূর্ব রাজাবাজারে বাসার মালিকের গাড়িচাপায় নিরাপত্তাকর্মী ফজলুল হকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফজলুল হকের স্ত্রী মাজেরা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গাড়িচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী। আসামি প্রকৌশলী মফিদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।

গতকাল সকালে পূর্ব রাজাবাজারের একটি বাসা থেকে প্রাইভেট কার বের হওয়ার সময় হঠাৎ ওই ভবনের নিরাপত্তাকর্মী ফজলুল হককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। প্রাইভেট কারের চালক ছিলেন বাসার মালিক মফিদুল ইসলাম নিজেই। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা।

আরও পড়ুন

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ গতকাল প্রথম আলোকে জানিয়েছিলেন, ব্যক্তিগত গাড়িতে বসে ব্রেক পরীক্ষা করছিলেন মফিদুল ইসলাম। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মী ফজলুল হককে ধাক্কা দেয়।