আমির হোসেন আমুসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা দেওয়া অপর তিনজন হলেন আমির হোসেন আমুর মেয়ে সুমাইয়া হোসেন, সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ ও তাঁর স্ত্রী রাফেজা মজিদ।
দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আমির হোসেন আমুসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। পরে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ, নিয়োগ–বাণিজ্য, টেন্ডার–বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে তারা।
দুদক সূত্র জানিয়েছে, তারা জানতে পেরেছে, আমির হোসেন আমুর মেয়ে, সহকারী একান্ত সচিব ও তাঁর স্ত্রী বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
৬ নভেম্বর রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেনকে আমুকে গ্রেপ্তার করে পুলিশ। তখন পুলিশ জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক।