খিলগাঁওয়ের হত্যা মামলায় বরিশালের আ.লীগ নেতা, সুন্দরবন লঞ্চের মালিক গ্রেপ্তার
রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে মোছা. মায়া ইসলাম (৫১) হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা–পুলিশ।
আজ রোববার সকালে রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি ও সুন্দরবন লঞ্চের মালিক।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে বনশ্রীতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন ছাত্র–জনতা। এ সময় তাঁদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মায়া ইসলাম। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমানকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।