আগারগাঁও–মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধের কারণ জানা গেল

মেট্রোরেলফাইল ছবি

রাজধানীর খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে গেছে। এ কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উচ্চপর্যায়ের একটি সূত্র আজ বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, মেরামতের কাজ চলছে।

আজ সকালে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

আরও পড়ুন
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছে মেট্রোরেল। আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না। তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছেন। এরপর হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বিজয় সরণি, ঢাকা, ১৮ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভুইয়া আজ সকাল সোয়া ১০টার দিকে প্রথম আলোকে বলেছিলেন, ‘মেট্রোরেল চলাচল বন্ধ হয়েছে সাময়িকভাবে। তবে কোন ধরনের কারিগরি ত্রুটির জন্য এটা হলো, তা নিশ্চিত হতে পারিনি। খুব তাড়াতাড়ি আবার রেল চালু হবে আশা করছি।’

এখন ডিএমটিসিএলের উচ্চপর্যায়ের সূত্র থেকে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার কারণ জানা গেল।

সরেজমিন দেখা গেছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আসছে। আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না। তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছেন। এরপর তাঁরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এ কারণে যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।