ইউরোপে চারটি টুর্নামেন্টে সানিডেইল হ্যান্ডবল দলের সাফল্য
ইউরোপের চারটি দেশে চারটি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে সাফল্য পেয়েছে সানিডেইল স্কুল অনূর্ধ্ব-১২ হ্যান্ডবল দল জাগুয়ার্স গার্লস ও জাগুয়ার্স বয়েজ।
টুর্নামেন্টগুলো হলো নরওয়ের বারগেন কাপ, সুইডেনের পার্টাইল কাপ, ডেনমার্কের ড্রোনিংলান্ড কাপ ও জার্মানির হ্যান্ডবল ডেইস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টাইল কাপে ড্র ও একাধিক বিজয়ের পর ড্রোনিংলান্ড কাপের নয়টি ম্যাচের মধ্যে আটটিতে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থান অর্জন করে জাগুয়ার্স গার্লস। বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়দের হারিয়ে জাগুয়ার্স গার্লস ড্রোনিংলান্ড কাপ-২০২৩–এর শীর্ষ দুইয়ে পৌঁছায়।
১৪ জুলাই ডেনমার্কের একটি স্কুল টিমের বিপরীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ অতিরিক্ত সময়ে ১২-১২ গোলে শেষ হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে রানার্সআপ পদক পায় জাগুয়ার্স গার্লস। অন্যদিকে জাগুয়ার্স বয়েজ অর্জন করে ড্রোনিংলান্ড কাপের রাউন্ড হায়েস্ট পদক।
এসব আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে জাগুয়ার্স দলের সদস্যরা বিশ্বের অনেক নবীন খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে। একই সঙ্গে পেয়েছে প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করার সুযোগ।