শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই থাকছে

শাহবাগ থানায় এই জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে থানাটি বর্তমান জায়গা থেকে সামান্য সরিয়ে উত্তর দিকে মুখ করে তৈরি করা হবে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শাহবাগ থানাকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সাকুরা রেস্তোরাঁ এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ আজ সচিবালয়ে বলেন, শাহবাগ থানাটি একটুখানি হয়তো  সরবে হবে। কিন্তু মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে। এখন যে জায়গাটি থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটি অস্বাস্থ্যকর, সেখানে পুরোনো, বিকল ও জব্দ করা গাড়ি রাখা হয়। এটির নান্দনিক অবস্থা খুবই খারাপ। সৌন্দর্য রক্ষা হয় না। এগুলো সরিয়ে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় ফুলের মার্কেটও পুনর্বিন্যাস করার চেষ্টা করা হবে।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, শাহবাগ থানাকে সাকুরা রেস্তোরাঁ এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত আগে হয়েছিল, নতুন করে কেন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলো? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শাহবাগ থানাকে সাকুরা রেস্তোরাঁর কাছে নেওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, সেগুলোও আলোচনা হয়েছে। সেটি খুব একটা উপযোগী হবে বলে মনে হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রকল্প প্রায় শেষের দিকে, এখানে কিছু কিছু কাজ বাকি থাকতে পারে। সেই কাজগুলো আরও কীভাবে সুন্দরভাবে সমাপ্ত করা যায়, সেটি হয়তো কয়েকজন উপদেষ্টা একসঙ্গে দেখবেন। এরপর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলে আসছিল, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের নির্মাণসংশ্লিষ্ট অধিকাংশ কাজ মূলত শাহবাগসংলগ্ন এলাকায়। এ প্রকল্পের এলাকায় শাহবাগ থানা হওয়ায় এটি স্থানান্তর করা না হলে প্রকল্পটির নান্দনিকতা ফুটিয়ে তোলাসহ সার্বিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে অসুবিধা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় গত মার্চে মন্ত্রিপরিষদ বিভাগে এক চিঠি দিয়েছিল। তাতে বলা হয়েছিল, স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা সরানো জরুরি। তারই ধারাবাহিকতায় গত ৩ জুন তৎকালীন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, শাহবাগ থানার নতুন ঠিকানা হবে সাকুরা রেস্তোরাঁ এলাকায়।