ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চিত্রশিল্পী প্রসূনের প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে তরুণ চিত্রশিল্পী প্রসূন হালদারের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী।
১৯ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শুরু হয়। শেষ হবে আজ শনিবার।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা এই প্রদর্শনীতে আসার সুযোগ পাচ্ছেন। এটি সবার জন্য উন্মুক্ত।
প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘কুয়েস্ট ইন দ্য আনসার্টেইনটি’ বা ‘অনিশ্চয়তায় অনুসন্ধান’। প্রসূনের আঁকা ৮০টির বেশি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী প্রসূন হালদার বলেন, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে গত এক দশকে আঁকা এসব শিল্পকর্মে তিনি তাঁর শিল্পী হয়ে ওঠার পথচলাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এখানে যেমন আছে শিল্পের একাডেমিক কাজ, ঠিক তেমনই রয়েছে নিরীক্ষাধর্মী পেইন্টিং।