লালমাটিয়ায় ম্যানহোল থেকে উঠে আসছে ধোঁয়া, সড়ক উত্তপ্ত

রাজধানীর লালমাটিয়ার এফ-ব্লকে কাজী অফিসের সামনের রাস্তায় ম্যানহোল থেকে ধোঁয়া বেরোনোর পর সেখানে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরাছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়া এলাকার একটি সড়কে ম্যানহোলের ঢাকনা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সড়কটির নিচে পানিনিষ্কাশন নালার কোনো অংশে আগুন লেগে থাকতে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় লালমাটিয়ার এফ-ব্লকে (১/৪) কাজী অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ম্যানহোল-সংলগ্ন ওই রাস্তা উত্তপ্ত হয়ে যায়। এ ছাড়া ফুটপাতের নিচে পার্শ্বনালার যে অংশ দিয়ে রাস্তার পানি নিষ্কাশিত হয়, সেই অংশে ভেতর থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার দাগ দেখা গেছে।

সর্বশেষ ফায়ার সার্ভিস, ডেসকো, তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। জায়গাটি ঘিরে রাখা হয়েছে। ধোঁয়া কোথা থেকে কীভাবে সৃষ্টি হলো, এর কারণ খুঁজতে কর্মকর্তারা কাজ করছেন।

সড়কের পাশের ম্যানহোল থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া লাগে ফুটপাতের দেয়ালে
ছবি: সংগৃহীত

লালমাটিয়া এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ডটির কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, স্থানীয় এক পরিচিত ব্যক্তি সন্ধ্যা সাতটার দিকে তাঁকে ফোন করে জানান যে রাস্তার নিচ থেকে ম্যানহোলের ঢাকনা দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। ম্যানহোলের চারপাশে রাস্তাও গরম হয়ে গেছে। ঘটনাটি শোনার পর সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংস্থায় বিষয়টি জানান।

কাউন্সিলর আরও বলেন, রাস্তার ওপরে আগুন দেখা যায়নি। তবে নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। গ্যাস-সংযোগ কিংবা নালার ভেতরে জমে থাকা গ্যাস থেকে ভেতরে আগুন ধরে থাকতে পারে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি ম্যান) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, রাস্তার নিচ থেকে বেরিয়ে আসা ধোঁয়ার খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে তাঁদের একটি দল ঘটনাস্থলে গেছে। এখনো আগুন বা ধোঁয়ার বিস্তারিত কারণ জানা যায়নি।