'চন্দ্রিমা উদ্যানের নাম আবার 'জিয়া উদ্যান'

চন্দ্রিমা উদ্যান, এখন নাম পরিবর্তন করে করা হয়েছে জিয়া উদ্যান। ছবিটি গত বছরের মে মাসে তোলাছবি: মেহেদী হাসান

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যানের’ নাম পরিবর্তন করে আবারও ‘জিয়া উদ্যান’ করা হয়েছে। আজ বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ‘চন্দ্রিমা উদ্যানের’ পরিবর্তিত নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।