আগুন ছড়িয়েছে আশপাশে
রাজধানীর বঙ্গবাজারের আগুন ছড়িয়েছে আশপাশের কয়েকটি বিপণিবিতানে। এখন সেসব ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বঙ্গবাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজার কমপ্লেক্সের ভেতর চারটি মার্কেট আছে। সেগুলো হলো—বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট। এসব মার্কেটে প্রায় তিন হাজার দোকান আছে। তার সব কটি পুড়ে গেছে।
বঙ্গবাজারের পাশে অ্যানেক্স টাওয়ার মার্কেটটি সাততলার। এর একাধিক তালায় আগুন লেগেছে। সেখানে আগুন নেভানোর চেষ্টা চলছে। এর দক্ষিণ পাশে আছে মহানগর কমপ্লেক্স। দোতলার এই মার্কেটটি টিনের। সেখানে আগুন লেগেছে। এর পাশে আছে পুলিশ হেডকোয়ার্টার। এর ভেতরে থাকা একটি পাঁচতলা ভবনে দুপুর ১২টার দিকে আগুন লেগেছে।
সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পুলিশ শপিং কমপ্লেক্সের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর আশপাশে তা ছড়িয়ে পড়ায় আশপাশের মার্কেট থেকে মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা।
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।