২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গুলশানের আগুনে মারা যাওয়া যুবকের নাম আনোয়ার

গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান আনোয়ার হোসেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া যুবকের নাম আনোয়ার হোসেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।

সোমবার রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহ শনাক্ত করেন তাঁর বোন বিলকিস খাতুন। তিনি বলেন, তাঁর ভাইয়ের স্ত্রী আমেনা বেগম অন্তঃসত্ত্বা।

এদিকে সোমবার রাত সোয়া ২টায় আরও দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তারা হলেন মুছা সিকদার ( ৩৩) ও রওশন আলী (৩৫)। বার্ন ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউ এইজ গ্রুপের আশুলিয়ার গার্মেন্টস কারখানায় চাকরি করেন রওশন। তিনি গুলশানের ওই ভবনের দশম তলায় বসবাসকারী আরিফ নামের একজনের কাছে এসেছিলেন। অন্যদিকে, মুছা সিকদার ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালকের গাড়ি চালক। তিনি কুড়িল বিশ্বরোড এলাকায় থাকেন।

আরও পড়ুন

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত এই একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন লাফিয়ে পড়ে আহত হয়েছেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে ঢুকতে দেখা যায়। তবে তখনো ভবনের কয়েকটি তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল। উদ্ধারকর্মীরা জানান, তখনো ভবনের ভেতরে কয়েকজন আটকা ছিলেন। এ ছাড়া অনেকে ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ১১ তলা থেকে তাঁরা ১৩ জনকে জীবিত উদ্ধার করেছেন। এর মধ্যে নারী ৮ জন, পুরুষ ৪ জন ও ১টি শিশু।

আরও পড়ুন