রামপুরায় বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু, বিচার চেয়ে সড়ক অবরোধ
বাসের ধাক্কায় সাজিদ হোসেন নামের এক কিশোরের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার চেয়ে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। বুধবার দুপুরে রামপুরার ডিআইটি রোডের পলাশবাগ এলাকায় অবরোধ করেন তাঁরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, শনিবার রমজান পরিবহনের বাসের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়। এর প্রতিবাদে বুধবার দুপুরে ওই পরিবহনের বাস আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ বুঝিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। দুর্ঘটনাটি হাতিরঝিল থানা এলাকায় হয়েছে। সেখানকার ওসির সঙ্গে তাঁদের আলোচনা করতে বলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা একটার দিকে শুরু হওয়া অবরোধ ঘণ্টাখানেক ধরে চলে। এতে বাড্ডা-রামপুরা-মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে বেলা দুইটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় সাজিদ হোসেন নিহত হয়। তার বাবা রিকশাচালক নুর মোহাম্মদ বুধবার অবরোধের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি সন্তান হত্যার বিচার চাই।’
এদিকে রাজধানীতে চলাচল করা লাব্বাইক পরিবহনের একটি বাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার দুপুরে মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।