আদালতের সামনে অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু, সহকর্মীদের দাবি ‘হিট স্ট্রোক’
ঢাকার আদালত–সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে একজন আইনজীবী মারা গেছেন। গরমে রাস্তায় অজ্ঞান হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। তিনি সমিতির একজন সদস্য ছিলেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, আইনজীবীদের নির্ধারিত পোশাক পরে দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলার শুনানি করেন শফিউল আলম। পরে নিজ চেম্বারের দিকে যাচ্ছিলেন। আদালত–সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় তাঁকে ঢাকা বারের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খন্দকার গোলাম কিবরিয়া আরও বলেন, ঢাকার নিম্ন আদালতের বেশির ভাগ এজলাসে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নেই। অথচ অন্য জেলার আদালতের তুলনায় ঢাকার আদালতে বিচারপ্রার্থীর ভিড় বেশি থাকে। প্রচণ্ড গরমে কালো কোট ও গাউন পরে দায়িত্ব পালন করা অনেক কষ্টের। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে।