সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ‘হঠাৎ বিকট শব্দের পর পড়ে গেলাম, সবাই দৌড়াচ্ছে’
‘আমি ফুটপাতে বেল কিনছিলাম। এমন সময় হঠাৎ বিকট একটা আওয়াজ হলো। শব্দে শুনে আমি পড়ে গেলাম। আমার হাতে বাজারের ব্যাগ ছিল। সেখানে বাসার জন্য বাজার ছিল। সব পড়ে গেছে। দেখি পুরো এলাকায় ধোঁয়া। কোনো ভবন দেখা যাচ্ছে না। সব মানুষ খালি দৌড়াচ্ছে। আমিও ব্যাগটা কোনোরকমে নিয়া আস্তে আস্তে চলে আসছি।’ কথাগুলো বলছিলেন কামাল আহমেদ। রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহত কামাল আহমেদ রাজধানীর একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। মঙ্গলবার বিকেলে বাবুবাজারে তাঁর অফিস থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে গুলিস্তানে পৌঁছানের পর ভবন বিস্ফোরণে আহত হন তিনি।
বিস্ফোরণে কামাল আহমেদের হাতের বিভিন্ন জায়গা কেটে গেছে। ব্যান্ডেজ নিয়ে মেডিকেলের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় কথা হয় তাঁর সঙ্গে।
এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যায় সাতটায় দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস।