কিশোরী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এসকেএফের গোলটেবিল
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে গতকাল রোববার এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক এই আলোচনায় দেশের শীর্ষস্থানীয় গাইনোকোলজিস্টরা উপস্থিত ছিলেন।
আলোচনায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন পিএজিএসবির সভাপতি অধ্যাপক কোহিনূর বেগম। পিএজিএসবির মহাসচিব অধ্যাপক গুলশান আরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন অধ্যাপক লতিফা সামসুদ্দিন, অধ্যাপক রওশন আরা বেগম, অধ্যাপক সামিনা চৌধুরী, অধ্যাপক ফেরদৌসি বেগম, অধ্যাপক ফারহানা দেওয়ান, অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ইফফাত আরা, অধ্যাপক সালমা রউফ, অধ্যাপক বেগম নাসরিন, অধ্যাপক দিপি বড়ুয়া, অধ্যাপক ফাতেমা রহমান ও অধ্যাপক সেহেরিন ফরহাদ সিদ্দিকা।
আলোচক চিকিৎসকেরা দেশের কিশোরীদের স্বাস্থ্য নিয়ে চলমান চিকিৎসাপদ্ধতি বিষয়ে আলোচনা করেন।
শেষে এসকেএফের হেড অব সেলস মাসুদ মহিউদ্দিন খসরু ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক সচেতনতামূলক অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে এসকেএফের আগ্রহের কথা উল্লেখ করেন।