২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহে ঈদের জামাত যখন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে
ফাইল ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত হবে। অন্যদিকে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়।
ইসলামিক ফাউন্ডেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়।

সংস্থাটি জানিয়েছে, সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। সকাল ৮টার দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মুহীউদ্দিন কাসেম। ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করবেন। সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। আর বেলা পৌনে ১১টার সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা জাকির হোসেন।

এদিকে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই ঈদগাহ ময়দানের প্রস্তুতি ও দেখভালের দায়িত্ব পালন করে। ঈদগাহ প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

দক্ষিণ সিটির মেয়র ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মুসল্লিরা যাতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। তাই অতিবৃষ্টি হলেও এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা যাবে।

গতকাল রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এটা রাজধানীতে এ বছরের সর্বোচ্চ বৃষ্টি। আগামীকালও এমন বৃষ্টি থাকলে জাতীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে কি না, জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের প্রথম আলোকে বলেন, দিনভর যে ধারায় বৃষ্টি হয়েছে, এভাবে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।