ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগানের ঘটনায় মামলা, একজন বরখাস্ত

কমলাপুর রেল স্টেশনফাইল ছবি

রেলের কমলাপুর স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান প্রদর্শনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেল মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল ২৬ অক্টোবর সকালে কমলাপুর রেলস্টেশনে যাত্রী প্রবেশের প্রধান ফটকের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখাটি ভেসে ওঠে। বিষয়টি রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ সেটি বন্ধ করে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ২০২১ সালে স্টেশনে অনেক ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসপ্লে বোর্ডে ‘আপত্তিকর’ স্লোগানের ঘটনায় বৈদ্যুতিক বিভাগের দায়িত্বরত কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে বদলি করা হয়েছে।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৫৬ থেকে ৫টা ৫৮ মিনিটের মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে ঢাকা রেলওয়ে পুলিশ থানায় মামলা দায়ের করেছে। পাশাপাশি ঢাকা রেলওয়ে পুলিশ সুপারকে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনাটি অন্তর্ঘাতমূলক কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে।