ফার্মগেটে এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত মিস্ত্রি
রাজধানীর ফার্মগেট এলাকায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় এটি বিস্ফোরিত হয়ে একজন মেরামতকারী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম দিদার হোসেন। আজ শনিবার দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফার্মগেটের গ্রিন সুপার মার্কেটের পাশের একটি বাসার নিচতলায় এসি মেরামতের কাজ করছিলেন দিদার হোসেন। এ সময় সেটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কুলটেক করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবু নাঈম প্রথম আলোকে বলেন, দিদার তাঁদের প্রতিষ্ঠানে চাকরি করেন। ফার্মগেটের একটি বাসায় এসি মেরামত করার সময় যন্ত্রটি বিস্ফোরিত হয়ে তিনি গুরুতর আহত হন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে।