যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হক কারাগারে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পল্টন থানায় দায়ের করা শামীম মোল্লা হত্যা মামলায় গতকাল বুধবার রাতে মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মহিবুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ বিকেলে তাঁকে সিএমএম আদালতে হাজির করা হয় এবং পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন যুবদলের নেতা শামীম মোল্লাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭০৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাত্রদলের সাবেক সদস্য মো. আব্বাস আলী বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর এ হত্যা মামলা করেন।

আসামির তালিকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১১ সদস্য রয়েছেন। মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৬১ জনকে আসামি করা হয়েছে। এর বাইরে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির ৩২ জনও মামলার আসামি। এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শকসহ ৪৬ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন