লালমাটিয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক
রাজধানীর লালমাটিয়ায় আজ বুধবার সকালে গৃহবধূ তামান্না ইসলামকে (৩৪) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে তামান্নার স্বামী হেলাল উদ্দিনকে আটক করেছে। পুলিশ বলেছে, হেলাল আবাসন নির্মাণ ব্যবসায়ী। তিনি স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন।
পারিবারিক সূত্র জানায়, তামান্না সপরিবার লালমাটিয়া বি ব্লকে তাঁর বাবার বাসায় থাকতেন। তাঁর স্বামী হেলালউদ্দিন তাঁদের সঙ্গে থাকতেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তামান্নাকে ওই বাসা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তামান্নার মামা আমিনুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, তামান্না মেঝেতে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে প্রচার করেন হেলাল। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তামান্নার মাথায় কোপের চিহ্ন দেখিয়েছেন তাঁদের। তিনি অভিযোগ করেন, হেলালই তামান্নাকে কুপিয়ে হত্যা করেছেন। এই দম্পতির এক ছেলে রয়েছে। সে পঞ্চম শ্রেণিতে পড়ে।
আজ দুপুরে যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তামান্নার স্বামী হেলালের আবাসন ব্যবসায় মন্দা চলছিল। এ নিয়ে তিনি বিষণ্নতায় ভুগছেন। তাই তিনি স্ত্রীকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করতে চেয়েছিলেন। হেলালকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন হেলাল।