পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলায় চার ব্যক্তির কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের বিধি লঙ্ঘনের দায়ে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাইমেনুল ইসলাম ওরফে ইমন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন ওরফে নবীন। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ পরিচয়ে বইমেলায় চাঁদপুর থেকে আশা একদল দর্শনার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় মোহাইমেনুল ও রাজিবকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়।
পরে শাহবাগ থানা–পুলিশ গতকাল শুক্রবার আদালতে পাঠায় তাঁদের। আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামীকাল রোববার মামলার জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত।