ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার ৪

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ঢাকা বিভাগীয় কমিশনারের (রিটার্নিং কর্মকর্তা) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকা এবং মুন্সিগঞ্জের গজারিয়ার চর বাউশিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিকুর রহমান ওরফে পান্না (৩৪), শফিকুল ইসলাম (৩০), সুমন হোসেন ওরফে রনি (২৮) ও বিল্লাল হোসেন (২৯)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শফিকুল পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন বলেন, গত ৩০ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, আশিকুর রহমান বিভাগীয় কমিশনার কার্যালয়ের পূর্ব পাশে অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের ছাদ থেকে ককটেলের এই বিস্ফোরণ ঘটান।

 পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর ও তাঁর সহযোগী শফিকুল এই ঘটনা ছাড়াও রমনা ও মতিঝিল এলাকায় আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।