এক কেন্দ্রে ভোটার ৩০৫৮, প্রথম দেড় ঘণ্টায় একটি ভোটও পড়েনি

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র রয়েছে
ছবি: দীপু মালাকার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৫৮।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আতাউর রহমান আজ সোমবার সকাল সাড়ে ৯টায় প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে ৫টি বুথ আছে। সকাল সাড়ে ৯টা নাগাদ কোনো বুথে ভোট পড়েনি।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট হচ্ছে কাগজের ব্যালটে।

আরও পড়ুন
সকাল সাড়ে ৯টা পর্যন্ত কলেজটিতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি
ছবি: প্রথম আলো

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি ভোটকেন্দ্র রয়েছে। এখানকার একটি কেন্দ্রে ভোট দেবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মোহাম্মদ এ আরাফাত।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কলেজটিতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি, তবে কলেজের ভেতরে-বাইরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে।

কলেজের ভেতরে অবস্থিত আরেকটি কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২২৯ জন। এই কেন্দ্রে এক ঘণ্টায় দুটি ভোট পড়েছে। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা লতিফ সরকার সকাল সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে মোট পাঁচটি বুথ রয়েছে। দুজন ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন।

আরও পড়ুন
কলেজের বাইরে নৌকা প্রতীকের ব্যাজ পরা অনেক ব্যক্তিকে দেখা যায়
ছবি: দীপু মালাকার

কলেজের আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৫৩৯। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতজন ভোট দিয়েছেন।

একই শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থিত আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবুল চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৮ জন। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ১৬ জন ভোটার ভোট দিয়েছেন।

কলেজের আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ইমরান ইবনে রাজ্জাক। সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৯ জন। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০টি।

কলেজটি ঘুরে দেখা যায়, এখানে গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তাঁরা বলছেন, এখানে আওয়ামী লীগের প্রার্থী ভোট দেবেন। তাই তাঁরা এখানে অবস্থান নিয়েছেন।

কলেজটির বাইরে-ভেতরে নৌকা প্রতীকের ব্যাজ পরা অনেক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। নৌকা প্রতীকের ব্যাজ পরা এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের প্রার্থী এই কেন্দ্রে ভোট দিতে আসবেন।

ভোটার এত কম কেন, এই প্রশ্নে ওই ব্যক্তি বলেন, এটা তো কূটনৈতিক এলাকা। অন্যদিকে উপনির্বাচন। উপনির্বাচনে ভোটার একটু কমই হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ড নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে ১২৪টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।