বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনার সংশোধন চান জলবায়ু কর্মীরা
বাংলাদেশের তরুণ জলবায়ু কর্মীরা সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন। তাঁরা জীবাশ্ম জ্বালানির ওপর অর্থায়ন বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।
গত শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ আয়োজিত জলবায়ু ধর্মঘটে তাঁরা এসব কথা বলেন। কর্মসূচিতে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে জলবায়ু অর্থায়নের পরিমাণ বৃদ্ধিরও দাবি জানানো হয়। পরবর্তীতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী প্রধান সোহানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
এতে বলা হয়, তরুণেরা আইইপিএমপির বর্তমান অবস্থার কঠোর সমালোচনা করে বলেন, এই মহাপরিকল্পনাটি অপ্রমাণিত ও ব্যয়বহুল প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে নবায়নযোগ্য শক্তির বিকাশ বাধাগ্রস্ত করছে। সমন্বিত এই পরিকল্পনা জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রাগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
সোহানুর রহমান বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সময় এসেছে আমাদের জ্বালানি নীতিগুলো ঢেলে সাজানোর, নবায়নযোগ্য শক্তি অভিমুখী জ্বালানি রূপান্তর ও টেকসই অর্থনীতিকে আলিঙ্গন করার।’
তরুণ জলবায়ু কর্মী আরুবা ফারুক বলেন, ‘কেবল নীতি বদলানোর জন্য নয়, বরং আমাদের ভবিষ্যতের সুরক্ষার জন্যই জীবনযাত্রার একটি সুস্পষ্ট পরিবর্তন চাই আমরা। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ও এই রূপান্তরের জন্য জলবায়ু অর্থায়ন উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো জরুরি। এ জন্য বিশ্ব সম্প্রদায় ও আমাদের রাষ্ট্রনেতাদের দ্রুত পদক্ষেপ দেখতে চাই।’