রাজধানীর ভাষানটেক এলাকা থেকে ৫৭৪টি গুলি উদ্ধার
রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভাষানটেকের দেওয়ানপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ভাষানটেক থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে, ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো গুলি পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢেকে রাখা পরিত্যক্ত অবস্থায় ৫৭৪টি গুলি উদ্ধার করে পুলিশ।