বকশীবাজারে বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালক নিহত
রাজধানীর বকশীবাজার মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের এক চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আনোয়ার হোসাইন (৪৫)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসাইনের বাড়ি ভোলা সদর উপজেলার বাগার হাউলা গ্রামে। তাঁর বাবার নাম মীর মো. শাহেদ আলী। তিনি লালবাগ চৌরাস্তা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর দুই ছেলে-মেয়ে রয়েছে।
নিহত চালকের ভাই মীর মো. আমির হোসেন বলেন, তাঁর ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষকের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কাজ শেষ করে লালবাগের বাসায় ফিরছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা মো. আদনান সাংবাদিকদের বলেন, হেঁটে রাস্তা পার হওয়ার সময় আনোয়ারকে ধাক্কা দেয় মৌমিতা পরিবহনের একটি বাস। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মৌমিতা পরিবহনের ওই বাস ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, আনোয়ারের মরদেহ মেডিকেলের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট চকবাজার থানায় জানানো হয়েছে।