আগারগাঁও-মতিঝিল অংশে ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মেট্রোরেলফাইল ছবি

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাত সদস্যের এই কমিটি গতকালই গঠন করে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কমিটি গঠনসংক্রান্ত ডিএমটিসিএলের অফিস আদেশে সই করেছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ। অফিস আদেশে বলা হয়, গতকাল সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও–মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল অনিবার্য কারণে বন্ধ রাখতে হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উদ্ভবের কারণ অনুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন দিতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন

সাত সদস্যের এই কমিটির আহ্বায়ক ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়া। সদস্যসচিব ডিএমটিসিএলের ব্যবস্থাপক (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান।

গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর এই অংশে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়। এ বিষয়ে ডিএমটিসিএলের ফেসবুক পেজে বলা হয়, কারিগরি ত্রুটি সমাধানের পর গতকাল রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএলের উচ্চপর্যায়ের একটি সূত্র গতকাল দুপুরের দিকে প্রথম আলোকে বলেছিল, খামারবাড়িতে মেট্রোরেল অবকাঠামোর পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে যাওয়ায় আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুন
আরও পড়ুন