মাদককে ‘না’ বলার শপথে ঢাকায় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুরু
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এর ঢাকার আঞ্চলিক পর্ব আজ শনিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে ঢাকার এ আঞ্চলিক পর্বে মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সকালে মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বিতর্ক উৎসবের উদ্বোধন হয়।
এরপর মনোচিকিৎসক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকার সহকারী অধ্যাপক আহমেদ হেলাল শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথ করান। তিনি বলেন, ‘আমাদের “না” বলা শিখতে হবে। দাঁতের যত্ন, শরীরের যত্ন যেমন আমরা নিই, ঠিক তেমনই মনের যত্ন আমরা নেব।’
আহমেদ হেলাল আরও বলেন, ‘অনেক মা-বাবা আমার কাছে এসে বলেন, সন্তান বই পড়তে চায় না। তার কোনো সমস্যা কিনা বলেন। আমি মা-বাবাকে বলি, সে সুস্থ আছে। কারণ, আমাদের যে সিলেবাস, পড়ার মধ্যে কোনো আনন্দ নেই, সে বই পড়তে চাইবে কেন।’ তবে তিনি বলেন, ‘এর মধ্যেও পড়তে হবে। বইয়ের পাশাপাশি অন্য পড়াও পড়তে হবে।’
এরপরই সনাতনী বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীদের বিতর্ক নিয়ে নানা প্রশ্নের জবাব দেন সাবেক বিতার্কিক রাশেদুল আলম রাসেল ও উত্তম রায়। কর্মশালা শেষে ‘শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে পরিবার নয়, শিক্ষকের ভূমিকা প্রধান’ বিষয়ে বিতর্ক শুরু হয়। এ বিষয়ে সব দল বিতর্কে অংশ নেয়।