সিদ্দিকবাজারের ভবনমালিকসহ গ্রেপ্তার ৩

ভবনমালিক ওয়াহিদুর রহমান
ছবি: ডিএমপির সৌজন্য

রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনমালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের একটি দোকানমালিক আবদুল মোতালিব হোসেন ওরফে মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে এ কথা জানানো হয়েছে।

এর আগে রাজধানীর সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিক, তত্ত্বাবধানকারী ও কয়েক দোকানিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপরই আজ ওয়াহিদুর রহমান, মতিউর রহমান ও আবদুল মোতালিব হোসেন মিন্টুকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

আবদুল মোতালিব হোসেন মিন্টু
ছবি: ডিএমপির সৌজন্য

ভবনটির মালিক রেজাউর রহমান নামের প্রয়াত এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান মালিক হন। তাঁদের মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করেন। মেজ ভাই মশিউর রহমান লন্ডনপ্রবাসী।

ভবনমালিক মতিউর রহমান
ছবি: ডিএমপির সৌজন্য

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। এ বিস্ফোরণে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।