দুর্নীতি বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশাচালকদের বিক্ষোভ

আজ শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর আরামবাগ এলাকা থেকে রিকশাচালকদের এ মিছিল শুরু হয়ছবি : সংগৃহীত

দুর্নীতি, লুটপাট বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশাচালকসহ শ্রমজীবী মানুষের একটি দল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে আরামবাগে মিছিলটি শুরু হয়। মিছিলটি মতিঝিল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম মসজিদ, পুরানা পল্টন মোড়, বিজয়নগর, নয়াপল্টন হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলকারী রিকশাচালকেরা ‘দ্রব্যমূল্য কমাও, লুটপাট বন্ধ করো’, ‘চালের দাম, তেলের দাম কমাও’, ‘দুর্নীতিবাজদের বিচার করো, করতে হবে’, ‘ডামি সরকারের সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে একজন রিকশাশ্রমিক বলেন, দুর্নীতি ও সিন্ডিকেটবাজির কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে গরিব, খেটে খাওয়া মানুষেরা দিশাহারা হয়ে পড়েছেন। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

মো. মিন্টু নামের এক রিকশাচালক প্রথম আলোকে বলেন, মিছিলটি নয়াপল্টন হয়ে পল্টন থানার সামনে গেলে পুলিশ দুজনকে আটক করে।