দুর্নীতির বিষয়টি সংশ্লিষ্ট সংস্থা দেখবে, সেবায় জোর দেবে দক্ষিণ সিটি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মহ. শের আলী। ঢাকা, ২৪ আগস্টছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মহ. শের আলী বলেছেন, দুর্নীতি বা আইনগত বিষয়গুলো দেখতে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা রয়েছে। কোনো দুর্নীতি হয়ে থাকলে বিষয়গুলো সংশ্লিষ্ট সংস্থা দেখবে। তাঁরা নাগরিক সেবার ওপর জোর দিচ্ছেন।

দক্ষিণ সিটির কোনো প্রকল্প বা কার্যক্রমে দুর্নীতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহ. শের আলী এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জ মোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ে তিনি এসব কথা বলেন।

এর আগে দক্ষিণ সিটি নবনিযুক্ত প্রশাসক সেখানে বর্জ্য সংগ্রহের কনটেইনার পরিষ্কার, মিতালি স্কুল ও আসগর আলী হাসপাতালসংলগ্ন এলাকায় নালা পরিষ্কার কার্যক্রম এবং দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শন করেন।

প্রশাসক শের আলী বলেন, নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা সিটি করপোরেশন নাগরিক সেবা আরও উন্নত দেখতে চায়। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন তাঁরা। কিছু সমস্যা চোখে পড়েছে, যেগুলো দ্রুত সমাধান করতে চান। নাগরিক সেবাগুলো আরও সুন্দরভাবে ও দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা থাকবে।

শের আলী আরও বলেন, ‘সিটি করপোরেশন নগরবাসীর জন্য বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও সড়কবাতি ব্যবস্থাপনার মতো সেবাগুলো দিয়ে থাকে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম প্রথমে বাসাবাড়ি থেকে সংগ্রহ করে অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) রাখা এবং সেখান থেকে কেন্দ্রীয় ভাগাড়ে (ল্যান্ডফিলে) নিয়ে যাওয়া হয়। পুরো এ কার্যক্রম আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ানোর আগেই দ্রুত শেষ করতে চাই।’

পরিদর্শন কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ, অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারসহ ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।