রাজধানীর গোলাপ শাহ মাজারে হামলার আশঙ্কায় ভক্তদের অবস্থান

মাজারে হামলার শঙ্কায় ভক্তদের ‘জিয়ারত কর্মসূচি’। রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারে, ১১ সেপ্টেম্বর ২০২৪ছবি : প্রথম আলো

রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারে আজ বুধবার হামলা হতে পারে, এমন আশঙ্কায় গতকাল মঙ্গলবার বিকেল থেকে সেখানে কয়েক শ ভক্ত অবস্থান নেন। একই সঙ্গে তাঁরা সম্প্রতি দেশের বিভিন্ন মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানান। তাঁরা নিজেদের এই প্রতিবাদের নাম দিয়েছেন ‘জিয়ারত কর্মসূচি’।

আজ বিকেলে গোলাপ শাহ মাজার এলাকায় গিয়ে সেখানে কয়েক শ মানুষকে অবস্থান করতে দেখা যায়। জানা যায়, গতকাল বিকেল থেকেই তাঁরা গোলাপ শাহ মাজারে এসে অবস্থান নিয়েছেন। মাজারে হামলা হতে পারে, এমন আশঙ্কায় তাঁরা এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাচ্ছেন।

তানজিল হোসেন নামের এক তরুণ প্রথম আলোকে জানান, তাঁর বাসা রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। সম্প্রতি ফেসবুকে ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা হচ্ছে। গোলাপ শাহর মাজারও নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে ‘মাজার জিয়ারত’ কর্মসূচি পালন করা হচ্ছে। মাজারে অবস্থান নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও প্রতিহত করাই এই কর্মসূচির উদ্দেশ্য।

গোপালগঞ্জ থেকে আসা আবদুল্লাহ আল মামুন নামের এক যুবক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো মাঠে কার্যকর নয়। এই সুযোগে একটি চক্র সারা দেশে মাজার ভাঙতে মানুষকে উসকানি দিচ্ছে। তাদের প্রতিহত করতেই মাজারের ভক্তরা গুলিস্তানে এসেছেন। মাজারে হামলার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।