বিএসএমএমইউতে ‘অপ্রীতিকর’ ঘটনা তদন্তে কমিটি

বিএসএমএমইউ
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাততলায় ছাত্রদের হলের ৭১৮ নম্বর কক্ষে ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিএসএমএমইউ কর্তৃপক্ষের। এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. হাবিবুর রহমানকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এস এম মোস্তফা জামান, সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর এইচ এম মুস্তাফিজুর রহমান ও উপরেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন।

বিএসএমএমইউর ২৩ জুলাই জারি করা এক অফিস আদেশে বলা হয়, ২০ জুলাই সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের সাততলায় অবস্থিত হল প্রভোস্টের অফিসের পূর্ব পাশের কক্ষে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। সুষ্ঠু তদন্ত করে তিন দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়। রেজিস্ট্রার মোহাম্মদ হাফিজুর রহমান এ আদেশে সই করেন।

এ বিষয়ে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বুধবার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।

কী হয়েছিল, জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমাদের ছাত্রদের হলের সাততলার একটি রুমে একজন ছাত্র এক নারীকে নিয়ে এসেছিল। অন্যান্য ছাত্ররা তাদের দেখে রুম আটকে দেয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।’