দক্ষিণখানে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাপ্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে যুবদল কর্মী ও কেব্‌ল (টিভি) ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম শারফিন ইসলাম সোহেল (৩৮)। তিনি ঝুট ব্যবসাও করতেন। গতকাল রোববার রাতে দক্ষিণখানের মোশাইরে মাল্টি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোহেল যুবদলের কর্মী। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি খুন হতে পারেন। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রাত আটটার দিকে মাল্টি গার্মেন্টসের সামনে কয়েকজন সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সর্দার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।