শহীদ বুদ্ধিজীবী দিবসে যানবাহন চলাচলে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে বিকল্প সড়কগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতার–কর্মীরা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন। এ উপলক্ষে ওই এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে (বাস/ ট্রাক/ কাভার্ড ভ্যান/ কার মাইক্রোবাস/ সিএনজি/ রিকশা-ভ্যান ইত্যাদি) আগামীকাল শুক্রবার ভোররাত ৪টা থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়কগুলো হলো

আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরগামী যানবাহনকে রাজধানীর নবাবেরবাগ ক্রসিং থেকে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা) ব্যবহার করতে হবে।

যেসব পরিবহন মিরপুরের মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজারসংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেগুলো টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-সরকারি বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীগামী যানবাহনগুলো মিরপুর ১ নম্বর থেকে ডানে তানিন গ্যাপে ইউ টার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ী ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।

আরও পড়ুন

গাবতলী থেকে ঢাকামুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বাঁয়ে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ী ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।

দারুসসালাম থানা এলাকা থেকে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট হয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ী ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।