নেতানিয়াহুর বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল–সমাবেশ
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা ও নৃশংসতাকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বতার সঙ্গে তুলনা করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিল শুরু হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আক্তার হোসাইনের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ক্যাম্পাসের আশপাশের শাঁখারীবাজার, রায়সাহেব বাজার, বাহাদুর শাহ পার্ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় আক্তার হোসাইন বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বর্বরতা চালিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল গাজায় একইভাবে নৃশংসতা চালাচ্ছে। গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, গাজা যুদ্ধে ইন্ধনদাতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে।