স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও গানে গানে সুবীর চৌধুরীকে স্মরণ

সুবীর চৌধুরীর স্মরণানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শুক্লা পাল। আজ সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির বেঙ্গল গ্যালারি মিলনায়তনেছবি: সংগৃহীত

আলোচনা, স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও গানে গানে সাজানো অনুষ্ঠানে আজ রোববার সন্ধ্যায় স্মরণ করা হলো সুবীর চৌধুরীকে। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের সাবেক পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীর আজ ছিল দশম মৃত্যুবার্ষিকী।

রাজধানী ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারি মিলনায়তনে সুবীর চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণানুষ্ঠান শুরু হয়। এরপর তাঁর জীবনপঞ্জি পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালক ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। সূচনা সংগীত পরিবেশন করেন শুক্লা পাল। সুবীর চৌধুরীকে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে।

বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি ও সহসভাপতি ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্ব করেন। স্মরণানুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম ও কনকচাঁপা চাকমা।

অনুষ্ঠানে সুবীর চৌধুরীকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সুবীর চৌধুরীকে নিয়ে সব্যসাচী লেখক প্রয়াত সৈয়দ শামসুল হকের কণ্ঠে পাঠ করা কবিতা শোনানো হয়। শুক্লা পালের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণানুষ্ঠান শেষ হয়।