প্রথম শিশুপ্রহরে আনন্দমুখর মেলা
শিশু-কিশোরদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার শিশুচত্বর। গতকাল শুক্রবার ছিল বইমেলার প্রথম শিশুপ্রহর। একই সঙ্গে বাংলা একাডেমির শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাও শুরু হয়েছে এদিন।
সকাল সাড়ে আটটায় একাডেমি প্রাঙ্গণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. আবদুস সাত্তার। এরপর সকাল ১০টায় শুরু হয় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতা পর্ব শেষে বেলা ১১টা থেকে শুরু হয় শিশুপ্রহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আজ শিশুপ্রহর থাকবে না। আজ মেলা শুরু হবে বেলা দুইটায়। সকাল সাড়ে নয়টায় থাকবে সংগীত প্রতিযোগিতা।
সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার দক্ষিণ অংশে আলাদা শিশুচত্বর। এখানে রয়েছে কেবল শিশু-কিশোরদের বইয়ের প্রকাশকদের স্টল। সাজসজ্জাও আলাদা। ভেতরে প্রবেশের জন্য সুন্দর একটি তোরণ রয়েছে কালীমন্দিরে যাওয়ার সড়কের সঙ্গে। চত্বরের মাঝখানে বসার জন্য বৃত্তাকার আসন পাতা। সেগুলো সাজানো হয়েছে রঙিন পেনসিলের ছবি আর নকশায়। ভেতরে থাকা উদ্যানের গাছগুলোর শাখায় শাখায় ঝুলিয়ে দেওয়া হয়েছে হরেক রঙের বাতি। স্টলগুলোর সাজসজ্জাও বর্ণাঢ্য। ভেতরে এলে বেশ রঙিন ভুবন বলে মনে হয়।
শিশু-কিশোরেরা তাদের অভিভাবকদের সঙ্গে স্টলে স্টলে ঘুরে বই বাছাই করছিল। দেখা হলো ইসলামপুর থেকে আসা ব্যবসায়ী মনির হোসেনের সঙ্গে। দুই কন্যা তৃতীয় শ্রেণিপড়ুয়া আফরিন আক্তার ও প্রাক্-প্রাথমিকের আরিফা জান্নাতকে নিয়ে এসেছিলেন তিনি। ময়ূরপঙ্খির স্টল থেকে ছোট মেয়ে কিনেছে ইংরেজি ও বাংলা শব্দ শেখার ছবি আঁকা বই। বড় মেয়ে তখনো বই বাছাই করতে পারেনি। তবে তার উৎসাহের শেষ নেই। দুই বোন জানাল, খুব আনন্দ পেয়েছে মেলায় এসে। প্রকাশক মিতিয়া ওসমান বললেন, বিক্রি ভালোই।
প্রথমার স্টলেও গতকাল শিশুদের বই বিক্রি হয়েছে অনেক। বাবা শাহেদ আনোয়ারের সঙ্গে মেলায় এসেছিল সাউথ পয়েন্টের সপ্তম শ্রেণির জারিন তাসনিম। অ্যাডভেঞ্চারের বই তার খুব পছন্দ। প্রথমা থেকে কিনেছে মোস্তাক শরিফের জ্যান্ত পুতুল আতঙ্ক। ব্যবস্থাপক জাকির হোসেন জানালেন, শিশু-কিশোরদের উপযোগী বই ডিউক জনের সুড়ঙ্গে সাবধান, আখতার হুসেন সম্পাদিত ইশপের ১০০ গল্প, শামসুর রাহমানের স্মৃতির শহর, মাহফুজ রহমানের কং পাহাড়ের শয়তান, রকিব হাসানের রোবটের দীর্ঘশ্বাস, ইসমাইল আরমানের দূরের দ্বীপ কাল বেশি বিক্রি হয়েছে।
গতকাল মেলার তথ্যকেন্দ্রে ১৮৪টি নতুন বইয়ের নাম জমা পড়েছে। উল্লেখযোগ্য ছিল কবি প্রকাশ থেকে আসা শহীদ কাদরীর গদ্য সংগ্রহ, প্রথমা এনেছে জাভেদ হুসেন অনূদিত পেরুমপদভম শ্রীধরনের ছাব্বিশ দিন: দস্তইয়েফস্কির জুয়াড়ি লেখার আখ্যান, তরফদার প্রকাশনী এনেছে সাবাবা মোর্শেদ অনূদিত হান কাং এর দ্য ভেজিটেরিয়ান, অনুপ্রাণন প্রকাশন এনেছে সারওয়ার-উল-ইসলামের ছড়ার গাছে ফুল ফুটেছে।