রাজধানীর কমলাপুরে বাসা থেকে এক গৃহিণীর লাশ উদ্ধার
রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে শান্তা বেগম (২৬) নামের এক গৃহিণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দক্ষিণ কমলাপুরের একটি ভাড়া বাসার চতুর্থ তলার একটি কক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন শান্তা বেগম। খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই বাসায় যান। শান্তা বেগমের স্বামী ও বাসার অন্য লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাতে এসআই ফাতেমা খাতুন জানান, নিহত ফাতেমার স্বামী সৈয়দ রাসেল আরামবাগে তুবা পরিবহনের কাউন্টারে চাকরি করেন। স্বামীর সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক রয়েছে, এমন সন্দেহ থেকে শান্তা ও রাসেলের মধ্যে কলহ শুরু হয়। সেই কলহের জেরে শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানায়, শান্তা লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার মো. আবদুল বাকীর মেয়ে। শান্তা ও রাসেল দম্পতির এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।