ঢাকা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল। আজ সোমবার ঢাকা আইনজীবী সমিতির ভবনেছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা আইনজীবী সমিতির ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

ঢাকা বারের ইফতার মাহফিলে আরও অংশ নেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নূরে আলম ভূঁইয়া, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) প্রতিনিধি অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহসহ ঢাকার আদালতে কর্মরত বিচারকেরা।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক সভাপতি খোরশেদ মিয়া আলম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ইফতার মাহফিলে সাধারণ আইনজীবী, ঢাকা বারের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।