ঢাবি ক্যাম্পাসে চলছে ‘নন-ফিকশন’ বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আজ সোমবার সকালে শুরু হয়েছে ‘নন-ফিকশন’ বইমেলা। আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘নন-ফিকশন’ বইমেলা ২০২২ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও জাতীয় দৈনিক বণিক বার্তা যৌথভাবে ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করেছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

আয়োজকেরা জানান, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নন-ফিকশন বইয়ের পরিচিতি বাড়ানো এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলার লক্ষ্যে এই বইমেলা আয়োজন করা হয়েছে। তাঁরা বলেন, নন-ফিকশন বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বই বিক্রিতে ভালো সাড়া পাওয়া গেছে।

আজ সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘ফিকশন বই বেশির ভাগ ক্ষেত্রে কাল্পনিক। এটি সৃষ্টিশীল কাজে সহযোগিতা করে। কিন্তু আমরা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিই যেন তারা ফিকশন বইয়ের পাশাপাশি নন-ফিকশন বা মৌলিক বইয়ের দিকে মনোযোগী হয়। কারণ, তথ্য ও সত্য সম্পর্কে জানতে হয়।’ এ মেলা দেখে একসময় হয়তো জাতীয়ভাবে নন-ফিকশন বইমেলার আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান।

আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সবার জন্য মেলা উন্মুক্ত। আজ প্রথম দিনে ক্রেতা-দর্শনার্থীদের সমাগমে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। এ বছর প্রথমবারের মতো ‘বর্ষসেরা নন-ফিকশন বই’ পুরস্কার দেবে মেলা কর্তৃপক্ষ। প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকেরা ২০২২ সালের সেরা বই নির্বাচন করবেন। বুধবার মেলার সমাপনী দিনে পুরস্কার ঘোষণা করা হবে।

প্রথমা প্রকাশন, ইউপিএল, বাতিঘর, আগামী প্রকাশনী, অন্যপ্রকাশ, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, জাগৃতি, ঐতিহ্য, মাওলা ব্রাদার্স, অনন্যা, শ্রাবণ প্রকাশনী, ডেইলি স্টার বুকসসহ ৩৯টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ থাকছে।

ক্রেতা-দর্শনার্থীদের জন্য ফটো কনটেস্ট ও র‍্যাফল ড্রর আয়োজনও থাকছে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।