ডিএমপির ২০ কর্মকর্তার পদায়ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২০ কর্মকর্তার পদায়ন হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৭ কর্মকর্তা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার ১ জন।
আজ শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশের ৭ উপকমিশনারকে পদায়ন করে কার্যালয় আদেশ দেন। অন্যদিকে ডিএমপি কমিশনার মইনুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার ১২ জন ও সহকারী পুলিশ কমিশনার পদের ১ জনকে পদায়নের বিষয়টি জানানো হয়। দুটি আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাঁদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।