বনানী-কাকলী ও বনানী কবরস্থান ক্রসিং আবার খুলল
যানজট নিয়ন্ত্রণের অংশ হিসেবে রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কের বনানী-কাকলী ও বনানী কবরস্থান ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বন্ধের ৫০ দিনের মাথায় আজ শনিবার তা খুলে দেওয়া হয়েছে। আজ গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এই ক্রসিং খুলে দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর বনানীর ওই ক্রসিং বন্ধ করা হয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বনানীর ক্রসিং পরীক্ষামূলকভাবে বন্ধ করা হয়েছিল। সেটি বন্ধ করার পর সাধারণ মানুষের নানা ধরনের প্রতিক্রিয়া ছিল। কেউ ইতিবাচক বলেছেন, আবার কেউ নেতিবাচক বলেছেন। এমন পরিস্থিতিতে ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এখন ক্রসিং খুলে দেওয়ার পর যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ক্রসিং বন্ধ থাকার সময়ের এবং ক্রসিং খুলে দেওয়ার পরের যানজট পরিস্থিতি বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ শেষে কোনটি কার্যকর তা নির্ধারণ করা হবে।
ডিসি মল্লিক আহসান বলেন, ক্রসিং বন্ধ করে দেওয়া হোক কিংবা খুলে দেওয়া হোক—এর উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। সেই চেষ্টাই করা হচ্ছে।
ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুকে পোস্টে বলা হয়েছে, বনানী কবরস্থান ক্রসিং খুলে দেওয়ার কারণে এখন থেকে বনানীর ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে বিমানবন্দর যাওয়া যাবে। তবে ২৭ নম্বর রোড একমুখী করা হয়েছে। অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর সড়ক হয়ে বিমানবন্দর রোডে গাড়ি যেতে পারবে। কিন্তু বিমানবন্দর রোড থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না। এ ছাড়া বনানী রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে বিমানবন্দর সড়কে গাড়ি নিয়ে শুধু যাওয়া যাবে। বনানীর রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে), ২৪, ২৬, ২৮ থেকে যাঁরা কামাল আতাতুর্ক রোডে যেতে চান, তাঁদের ২৩ নম্বর রোড ব্যবহার করতে হবে।