ধানমন্ডির যুবলীগ নেতা শাকিল নিজ বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার

যুবলীগ নেতা শাকিল হোসেনছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শাকিল হোসেনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ধানমন্ডি) ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট সকালে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মীনা বাজারের সামনে ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপর হামলা চালান।

হামলায় সাহেদ আলীসহ (২৭) অনেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাহেদ আলীর ভাই মো. শরিফ গত ৩ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। শাকিল হোসেন ওই মামলায় আসামি।