সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত
ঢাকা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় আবারও একজন নিহত হয়েছেন। এবার রাজধানীর মিরপুর–১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আবু তৈয়ব (২৬)। তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন।
আজ সোমবার সকালে তিনি হেঁটে রাস্তা পার হওয়ার সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পুলিশ বলছে, গাড়িটি পালিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
আবু তৈয়ব পরিবারের সঙ্গে নরসিংদীর শিবপুরের বড়ই গ্রামে থাকতেন। তাঁর বাবার নাম আবু হানিফ। দুর্ঘটনার পর পুলিশ পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা মর্গে এসে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।
গত বছরের ২ এপ্রিল রাতে খিলগাঁওয়ে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম নামের এক নারী নিহত হন। আহত হন তাঁর স্বামী মোটরসাইকেলচালক মো. শিপন। ওই বছরের ২৩ জানুয়ারি মহাখালীর উড়ালসড়কের কাছে ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী ঘরামির মৃত্যু হয়। তিনি ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। একই বছরের জুলাইয়ে মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সামনে ময়লার গাড়ির চাপায় সাব্বির আহমেদ নামের এক তরুণ নিহত হন। ২০২১ সালের ২৪ নভেম্বর গুলিস্তানে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। পরদিন ২৫ নভেম্বর দুপুরে পান্থপথ এলাকায় সংবাদকর্মী আহসান কবির খানের মৃত্যু হয়। ওই বছরের ২৩ ডিসেম্বর ওয়ারী এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামের আরেকজন নিহত হন।
আজকের ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ময়লার গাড়িটি আবু তৈয়বকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এরপর তাঁকে চাপা দিয়ে চলে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ী নরসিংদীতে থাকেন। ব্যবসায়িক প্রয়োজনে তিনি ঢাকায় এসেছিলেন। সোমবার বেলা ১১টার দিকে মিরপুর–১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পাশে সনি সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে পদচারী–সেতু থাকলেও তিনি নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।
ওসি জানান, দুর্ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখেছে, ডিএনসিসির ময়লাবাহী গাড়িটি ওই যুবককে চাপা দিয়ে চলে যাচ্ছে। ছবিতে গাড়ির পেছনের অংশ দেখা যায়। গাড়িটি শনাক্ত করে দায়ী চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত যুবকের আত্মীয়রা এসেছেন, তাঁরা মামলা করবেন।
নিহতের শ্বশুর মো. মাসুদ জানান, পোশাক কারখানায় কাপড় সরবরাহের ব্যবসা করতেন আবু তৈয়ব। তিনি সোমবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর ব্যবসায়িক প্রয়োজনে মিরপুরের একটি পোশাক কারখানায় যান। কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।