গ্যালারি কায়ায় দুই দেশের শিল্পীদের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু
বাংলাদেশ ও ভারতের শিল্পীদের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে উত্তরার গ্যালারি কায়ায়। আজ শুক্রবার সন্ধ্যায় ‘স্মল ফরম্যাট’ শীর্ষক এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী রণজিৎ দাস।
প্রদর্শনীতে ৩২ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে করা শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনীর বৈশিষ্ট্য হলো, এই শিল্পকর্মগুলো ছোট আকারের। শিল্পীরা সেরিগ্রাফ, এচিং, লিথোগ্রাফি, জলরং অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যমে নিজস্ব অঙ্কনরীতিতে কাজ করেছেন। ফলে কাজগুলোতে মাধ্যমের বৈচিত্র্যের মতো বিষয়েও এসেছে ভিন্নতা। প্রাকৃতিক দৃশ্য থেকে বিমূর্ত কম্পোজিশন অবধি অনেক রকম বিষয় উঠে এসেছে এই প্রদর্শনীর শিল্পসম্ভারে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। তাঁর নিজের কাজ আছে প্রদর্শনীতে। শিল্পীদের মধ্যে আরও রয়েছেন কে জি সুব্রামানিয়ান, মুর্তজা বশীর, সনৎ কর, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ, জামাল আহমেদ, কাজী রাকিব আহমদ শামসুদ্দোহা, রণজিৎ দাস, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য, আনিসুজ্জামান, নগরবাসী বর্মণ, কামরুজ্জামান সাগর, সোহাগ পারভেজ প্রমুখ।
প্রদর্শনী চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শকেরা প্রদর্শনী দেখতে পারবেন।