বসুন্ধরায় এসি বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ান মারা গেল
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ তিন বছর বয়সী শিশু আয়ান মারা গেছে। আজ বুধবার ভোর চারটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আয়ানের মা রক্সি আক্তার (২০) কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা। তাঁর চিকিৎসা করাতেই তাঁরা ঢাকায় আসেন। রক্সির স্বামী সিরাজুল মোস্তফা দুবাইপ্রবাসী। ৬ জুন বসুন্ধরায় একটি হাসপাতালে রক্সির মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচার হয়। গত সোমবার ১০ জুন রক্সি ছেলে, বাবা আবদুল মান্নান (৫০) ও বোন ফুতু আক্তারকে (১৮) নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় সাবলেট হিসেবে ওঠেন। সেদিন সন্ধ্যায়ই এ দুর্ঘটনা ঘটে।
রক্সির দেবর আহামেদ মোস্তফা গতকাল মঙ্গলবার জানান, সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। কক্ষে এসি চালানো ছিল। বিদ্যুৎ চলে এলে হঠাৎ এসিতে বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করেন। তাঁদের প্রথমে বসুন্ধরা আবাসিক এলাকার হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল আজ প্রথম আলোকে বলেন, শিশু আয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ ভোরে সে মারা যায়। রক্সির শরীরের ৫৫ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ ও মান্নানের শরীরের ৫০ শতাংশ পুড়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।