খাদিজাতুল কুবরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সবার ঈদের আগে মুক্তির দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সবাইকে ঈদের আগে মুক্তির দাবি জানানো হয়েছে। আজ শনিবার রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ দাবি জানানো হয়।
‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ’–এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার এখন মানুষকে কথা বলতে দিতে চায় না। কথা বললে মামলা হয়। এভাবে মানুষের কণ্ঠ রোধ করা যায় না। মানুষকে মুক্ত স্বাধীন মতপ্রকাশের সুযোগ দিতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বাহাদুর শাহ পার্ক রক্ষা কমিটির সদস্যসচিব আকতারুজ্জামান, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি আনোয়ারুল হক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সহসভাপতি জাকির হোসেন, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মফিজুল রহমান, সমাজ চিন্তা ফোরামের সদস্যসচিব রঞ্জন দাস প্রমুখ।